Regarding payment of board and other fees for filling out the form for 2025 SSC examinees

২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই বছরে সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (gsa.teletalk.com.bd) গিয়ে আবেদন করতে হবে।

সরকারি স্কুলে ভর্তি আবেদন ২০২৫ সময়সীমা ও ফি

ভর্তি আবেদন ১২ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।


এবারের ভর্তি প্রক্রিয়া সবার জন্য কিছুটা ভিন্ন। আবেদনকারীদেরকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। অর্থাৎ, কোনো স্কুল থেকে সরাসরি ভর্তি ফরম বিতরণ করা হবে না। শিক্ষার্থীদের একমাত্র সুযোগ হল অনলাইনে আবেদন করা এবং পরে লটারি প্রক্রিয়ার মাধ্যমে তারা ভর্তি হতে পারবেন।

যে সব স্কুলে ভর্তি আবেদন করা যাবে

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাবে দেশের সকল জাতীয়করণকৃত সরকারি মাধ্যমিক স্কুল ও বেসরকারি স্কুল-এ। ঢাকা মহানগরী এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটান এলাকা ও জেলা সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোও এই প্রক্রিয়ার আওতায় থাকবে।


আবেদন প্রক্রিয়া


১. প্রথমে আবেদনকারীরা ওয়েবসাইট gsa.teletalk.com.bd এ গিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদন করবেন।

২. অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫টি স্কুলে আবেদন করতে পারবেন।

৩. আবেদন ফি ১১০ টাকা প্রদান করতে হবে।

৪. আবেদন করার পর শিক্ষার্থীদের তথ্য ও স্কুলের স্থান অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে।